আপনি পড়ছেন

ইসরায়েলে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে শ্রেণিবদ্ধ করতে অস্বীকার করার কারণে ব্রিটিশ এই সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে একটি কঠোর সতর্কতা জারি করেছে ইসরায়েল।

bbcবিবিসির লোগো

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা সরকারের উদ্বেগের কথা উল্লেখ করে বলেছেন, ‘বিবিসি যদি আমাদের আইনি কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে কাজ না করে তবে প্রতিষ্ঠানটিকে এর ফল ভোগ করতে হবে।' 

১৯ অক্টোবর, বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাতকারে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিবিসির এই অবস্থানকে ‘নৃশংস’ বলে অভিহিত করেছেন।

হারজগ বলেছেন, ‘তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। এ বিষয়ে একটি সম্পূর্ণ আইনি এবং জনসাধারণের লড়াইয়ের প্রয়োজন রয়েছে। এটাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে মেনে নেওয়ার আগে তারা আর কত ধরনের নির্যাতন দেখতে চায়?’

ইসরায়েলি প্রেসিডেন্ট উদাহরণ দিয়ে বলেছেন, ‘এর আগে লন্ডন ব্রিজ, ওয়েস্টমিনস্টার এবং প্যারিস হামলাকে বিবিসি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে। কিন্তু হামাসের ক্ষেত্রে কেন তাদের এই দ্বৈত নীতি?’ 

এদিকে আরেকজন ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে বলেছেন, ‘আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের সমস্ত নিয়ম মেনেই কাজ করব। যদি কোনো সম্প্রচার চ্যানেল এমন কোনো পরিভাষা ব্যবহার করে, যা আমাদের আইন পরিপন্থী তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।' 

এই সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, দেশটির অ্যাটর্নি জেনারেল যোগাযোগ মন্ত্রী শ্লোমো কারহিকে ইসরায়েলে আল জাজিরার সম্প্রচার বন্ধ করার লক্ষ্যে নতুন আইন করার জন্য সবুজ সংকেত দিয়েছেন।

আল জাজিরাকে হামাসের মুখপাত্র বলে উল্লেখ করেছেন কারহি। গাজা থেকে সম্ভাব্য আক্রমণের জন্য ইসরায়েলি সৈন্যদের অবস্থান উন্মুক্ত করার জন্য এই চ্যানলটিকে অভিযুক্ত করেছেন তিনি।   

ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে চলমান এই সংঘাতের শুরু থেকে বিবিসি তার রিপোর্টিং নিয়ে অসংখ্য সমালোচনার সম্মুখীন হয়েছে। গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের ঘটনা কভারেজের জন্য ব্রিটিশ সম্প্রচার মাধ্যমের সমালোচনা করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের অভিযোগ, এই হামলার জন্য বিবিসি ইসরায়েলি বাহিনীকে দায়ী করছে। অপরদিকে ফিলিস্তিনপন্থীরা পক্ষপাতমূলক খবর প্রচার করার জন্য বিবিসিকে দায়ী করেছেন।

সূত্র: আরব নিউজ