আপনি পড়ছেন

ঢাকার সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

logo daffodil international universityড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো

গতকাল রোববার ক্যাম্পাস-সংলগ্ন চানগাঁও এলাকায় স্থানীয় কয়েকজন যুবকের মারধরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা চানগাঁও এলাকার দোকানগুলো বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হন দোকানদারেরা। এ ছাড়া শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দেন। এলাকাবাসীর চলাচলের সড়কটি বন্ধ হওয়ায় ক্ষিপ্ত হন এলাকাবাসী। পরে তারা জড়ো হন।

একপর্যায়ে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি বিবেচনায় সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।