সেরা ১০০ তে নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়, তবে দেশসেরা ঢাবি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৪ সালের এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং প্রকাশ করেছে। এশিয়া মহাদেশের ৮৫৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চীনের পিকিং ইউনিভার্সিটি শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো
বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় শীর্ষ ১০০-এ স্থান পায়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দেশসেরা হয়েছে। ঢাবি ১৪০তম স্থানে রয়েছে। ২০২৩ সালে ঢাবির অবস্থান ছিল ১৫১তম। সে হিসাবে প্রতিষ্ঠানটি ১১ ধাপ এগিয়েছে।
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষ ২০০-এ আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বুয়েট ১৮৭তম এবং নর্থ সাউথ ১৯১তম অবস্থানে আছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থান ক্ষমতাসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে কিউএস এই র্যাংকিং তৈরি করে থাকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর