বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু করেছে চীনের কিছু কোম্পানি। তারা দাবি করছে, দ্রুতগতির এই নেটওয়ার্ক দিয়ে প্রতি সেকেন্ড ১ দশমিক ২ টেরাবাইট (১২০০ গিগাবাইট) ডেটা স্থানান্তর করা সম্ভব হবে। সিংহুয়া ইউনিভার্সিটি, চায়না মোবাইল, হুয়াওয়ে টেকনোলজিস ও কারনেট করপোরেশন যৌথভাবে দ্রুততম ইন্টারনেটের এই প্রকল্প বাস্তবায়ন করেছে। খবর এনডিটিভি।

unbelievable speed internet launched in chinaচীনে চালু হলো দ্রুতগতির ইন্টারনেট

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বে বর্তমানে প্রচলিত সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেট রুটগুলোর তুলনায় চীনের নতুন এই নেটওয়ার্ক ১০ গুণ বেশি গতিসম্পন্ন। উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন একটি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এই নেটওয়ার্ক চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে চীনের বেইজিং ও গুয়াংজু প্রদেশের ৩ হাজার কিলোমিটারের বেশি এলাকাজুড়ে এই ইন্টারনেট নেটওয়ার্ক চালু করা হয়েছে।

নতুন এই ইন্টারনেট নেটওয়ার্ক সম্পর্কে দাবি করা হচ্ছে, বর্তমানে বিশ্বের বেশিরভাগ জায়গায় যে ইন্টারনেট রয়েছে, তা দিয়ে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১০০ গিগাবাইট পর্যন্ত ডেটা স্থানান্তর করা যায়। যুক্তরাষ্ট্রে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট-টু নামে একটি নেটওয়ার্ক চালু করেছে, এটি দিয়ে সেকেন্ডে ৪০০ গিগাবাইট পর্যন্ত ডেটা স্থানান্তর সম্ভব হচ্ছে। আর চীনের নতুন নেটওয়ার্ক দিয়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ২ টেরাবাইট অর্থাৎ ১২০০ গিগাবাইট ডেটা স্থানান্তর করা সম্ভব হবে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, বেইজিং-উহান-গুয়াংজু নেটওয়ার্ক চীনের ভবিষ্যৎ প্রজন্মের ইন্টারনেট অবকাঠামোরই একটি অংশ। গত ১০ বছর ধরে এটি নিয়ে কাজ করছে ন্যাশনাল চায়না এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক (কারনেট)।

নেটওয়ার্কটি গত জুলাই থেকে চালু করা হয়। তবে গত সোমবার (১৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে চালু হয় এ সেবা। নেটওয়ার্কটি সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। এর গতির বিষয়ে হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লেই বলেন, এই ইন্টারনেট নেটওয়ার্কের যে গতি, তা দিয়ে উচ্চ রেজ্যুলেশনের ১৫০ সিনেমার সমান ডেটা সেকেন্ডের মধ্যে ট্রান্সফার করা সম্ভব হবে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জু মিংওয়েই এর গতির শক্তিমত্তা সম্পর্কে বলেন, এটা প্রতি সেকেটে যে পরিমাণ ডেটা ট্রান্সফার করতে পারে, সে পরিমাণ ডেটা বহন করতে হলে ১০টি বিরাট সাইজের ট্রাক লাগবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.