আপনি পড়ছেন

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮.৬৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার ৭.৩১ শতাংশ কমেছে। এছাড়া, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের অর্ধেকেরও কম।

education board resultsছবি - সংগৃহীত

রোববার সকাল ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫.৯ শতাংশ।

গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫.৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭.৩১ শতাংশ কমেছে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। যা গত বছর অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। সেই হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৩ হাজার ৯১৭ জন।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯.৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮.৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪.৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫.৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০.৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩.০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০.৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০.৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯.৮৮ শতাংশ।