সিলেটে ইতিহাস গড়লেও মিরপুরে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের ব্যর্থতার দিনে চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ১৪৯ রান।
789101213দিপুকে আউট করে নিউজিল্যান্ডের উল্লাস
দুই ম্যাচ সিরিজে এগিয়ে থেকে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু এনে দেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। প্রথম ১০ ওভারের চ্যালেঞ্জ ভালোভাবেই মোকাবেলা করেন দুই ওপেনার। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ২৫ রান। এরপরই ছন্দপতন হয় বাংলাদেশের।
স্কোরবোর্ডে মাত্র ২২ রান যোগ হতেই চার উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে তরুণ শাহাদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে জুটি গড়েন মুশফিকুর রহিম। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮০ রান।
দিনের দ্বিতীয় সেশনে দিপু ও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বাংলাদেশ। কিন্তু দলীয় ১০৪ রানের মাথায় মুশফিক হ্যান্ডেল্ড দ্য বল আউট হলে বদলে যায় দৃশ্যপট। নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। চা বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১৪৯ রান। নাঈম হাসান ও তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত আছেন।