ডেনমার্কের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এআই-নির্ভর একটি মরণ ক্যালকুলেটর আবিষ্কার করেছেন। এই ক্যালকুলেটরের মাধ্যমে মানুষের মৃত্যুর সম্ভাব্য সময় নির্ধারণ করা সম্ভব বলে দাবি করা হচ্ছে।

death calculatorমরণ ক্যালকুলেটর

বিজ্ঞানীরা বলছেন, এই ক্যালকুলেটরে চ্যাটজিপিটিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যে অ্যালগরিদমে এই মরণ ক্যালকুলেটর কাজ করছে, তার নাম লাইফ২ভেক।

এই প্রযুক্তিতে মূলত কোনো ব্যক্তির চাকরি, উপার্জন, কাজের ধরন, বাসস্থান, শারীরিক অবস্থা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন করে তথ্য সংগ্রহ করা হয়। পরে এই তথ্যগুলো বিশ্লেষণ করে মৃত্যুর সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, কোনো ব্যক্তি সব উত্তর ঠিকমতো দিলে এ ব্যাপারে সঠিক তথ্য আসার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। তাদের গবেষণায় মরণ ক্যালকুলেটরের গণনা ৭৮ শতাংশ ঠিক হতে দেখা গেছে।

aiমানুষের মৃত্যুর খবরও এবার জানা জাবে আগেভাগেই

এই মরণ ক্যালকুলেটর ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তৈরি করা হয়েছে। এই ১২ বছরে অন্তত ৬০ লাখ ডেনমার্কবাসীর ওপর এটি পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া গেছে।

বিজ্ঞানীরা দাবি করছেন, এই যন্ত্র সফলভাবে ব্যবহার করতে পারলে তা অনেক ধরনের উপকারে আসতে পারে। বিশেষ করে জীবন বিমার মতো ক্ষেত্রগুলোতে এটির বেশ চাহিদা তৈরি হবে। কারণ মৃত্যুর সম্ভাব্য সময় জানা থাকলে তাতে উভয় পক্ষের সুবিধা হবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.