নতুন বছরের প্রথমদিনেই মহাকাশে পাড়ি জমালো ভারত। ভারতের এবারের মিশন, ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর খুঁজে বের করে তার নাড়ী-নক্ষত্র খতিয়ে দেখা। খবর বিবিসি ও এনডিটিভির।

isro xposatনববর্ষের প্রথমদিনেই মহাকাশে গেল ইসরোর স্যাটেলাইস এক্সপোস্যাট

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন স্যাটেলাইট এক্সপোস্যাট সোমবার মহাকাশে পাড়ি জমিয়েছে। এটি দেশটির প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যা মহাকাশ গবেষণায় বিশ্বে দ্বিতীয়। এর আগে মহাকাশে এ ধরনের কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কেবল নাসা।

ইসরো জানিয়েছে, নববর্ষের প্রথম দিন সোমবার সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে অবস্থিত শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা সেন্টার থেকে এক্সপোস্যাট উৎক্ষেপণ করা হয়।

উপগ্রহটিকে বয়ে নিয়ে যায় পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল (পিএসএলভি) । এ নিয়ে ৬০তম মহাকাশ যাত্রায় গেল পিএসএলভি।

ইসরোর গবেষকরা জানান, মহাকাশে ব্ল্যাক হোলের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এক্সপোস্যাট স্যাটেলাইট। উজ্জ্বলতম ৫০টি তারকার শক্তির উৎস পর্যবেক্ষণ করবে উপগ্রহটি। এছাড়াও মহাকাশে এক্স রশ্মির উৎস খুঁজে বের করবে এক্সপোস্যাট।

মহাকাশে এক্সপোস্যাটের আয়ু পাঁচ বছর। এই মিশনে ২৫০ কোটি রুপি খরচ করছে ইসরো।

ইসরো এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানিয়েছে, আপাতত এক্সপোস্যাটের গন্তব্য পৃথিবী থেকে ৬৫০ কি.মি. দূরের এক কক্ষপথে। ভূমি থেকে উপগ্রহটি ৫০০ থেকে ৭০০ কিলোমিটার উচ্চতায় পরিক্রমণ করবে।

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, পিএসএলভিতে আরেকটি সাফল্যের পালক যোগ হলো। নির্দিষ্ট কক্ষপথে সফলভাবেই বসেছে এক্সপোস্যাট।

তিনি বলেন, সবে বছর শুরু হল। সামনে আরও উত্তেজনাময় সময় অপেক্ষা করছে ভারতবাসীর জন্য। চলতি বছরে আরও অনেক প্রকল্প রয়েছে ইসরোর হাতে। ২০২৪ আমাদের গগনযানের বছর।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.