আপনি পড়ছেন

সারাদেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আগামী রমজান মাসে মোট ১৫ দিন ক্লাস চলবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।

education ministry logoশিক্ষা মন্ত্রণালয়ের লোগো

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ বা ১২ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে শিক্ষা ক্যালেন্ডার ও ছুটির তালিকা সংশোধন করে মন্ত্রণালয়।

সংশোধিত তালিকা অনুযায়ী, ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এরপর রমজানের ছুটি শুরু হবে।

এর আগে, ২০২৪ সালের জন্য সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা অনুমোদন করে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধানের জন্য রিজার্ভড থাকা তিন দিনের ছুটিসহ সারাবছর কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে।