আগামী কয়েক ঘণ্টার মধ্যে পৃথিবীতে পতিত হতে যাচ্ছে স্যাটেলাইট যুগের অগ্রপথিক ইআরএস-২। দাদু খ্যাত ইউরোপীয় এই স্যাটেলাইটটি আজ বুধবার সন্ধ্যায় যেকোনো সময় খুব সম্ভবত আটলান্টিক মহাসাগরে পতিত হবে। খবর বিবিসি ও সিএনএনের।

ers 2 ‌'দাদু' স্যাটেলাইট খ্যাত ইউরোপীয় উপগ্রহ ইআরএস-২

১৯৯৫ সালে পৃথিবীকে নিরীক্ষণে তথা ভূপৃষ্ঠে বিশেষ করে স্থলে, মহাসাগরে এবং বাতাসে পরিবর্তনগুলি নিরীক্ষণ করার জন্য স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল। সেই সময়ে মহাকাশে অত্যাধুনিক পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম ছিল এটি। স্যাটেলাইটটি ২০১১ সালে অপারেশন শেষ করার পর থেকেই ধীরে ধীরে নেমে আসছিল।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, দুই টন ওজনের স্যাটেলাইটের বেশির ভাগ অংশই পৃথিবীতে নামার পথে পুড়ে যাবে। বুধবার সন্ধ্যার কিছু সময় পর পৃথিবীর বায়ুমণ্ডলে একটি অনিয়ন্ত্রিত এবং জ্বলন্ত অবস্থায় পতিত হবে। উচ্চ-গতির এই স্যাটেলাইটের টুকরোগুলি জনবহুল এলাকায় আঘাত করার এবং ক্ষতির কারণ হওয়ার সম্ভাবনা কম।

বিজ্ঞানীরা বলছেন, উপগ্রহটি সঠিকভাবে কখন এবং কোথায় পতিত হবে, বলা কঠিন। উপরের বায়ুমণ্ডলের ঘনত্বের উপর অনেক কিছু নির্ভর করবে। যেটুকু নিশ্চিতভাবে বলা যায় তা হল ৮২ ডিগ্রি উত্তর এবং দক্ষিণের মধ্যে প্রবেশ ঘটবে।

ইএসএর আর্থ অবজারভেশন গ্রাউন্ড সেগমেন্ট বিভাগের মিরকো আলবানি বলেন, পৃথিবীর যেকোনো জায়গায় অবতরণ করতে পারে কিন্তু পৃথিবীর অধিকাংশ ভূপৃষ্ঠ সমুদ্র দ্বারা আবৃত হওয়ায় ধ্বংসাবশেষ সমুদ্রে হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো টুকরা ভূপৃষ্ঠে পৌঁছালেও তা কোনটিই তেজস্ক্রিয় বা বিষাক্ত নয়।

ইউরোপীয় মহাকাশ সংস্থাটি ১৯৯০ এর দশকে দুটি কাছাকাছি-অভিন্ন আর্থ রিমোট সেন্সিং ( ইআরএস -১ এবং ইআরএস-২) উপগ্রহ উৎক্ষেপণ করেছিল। গ্রহের পর্যবেক্ষক হিসেবে তারা বন্যা পর্যবেক্ষণ করেছে, মহাদেশীয় এবং সমুদ্র-পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ করেছে, বরফের চাইগুলোর গতিবিধি সনাক্ত করেছে এবং ভূমিকম্পের সময় ভূমির কম্পন মেপেছে।

বিশেষভাবে ইআরএস-২ স্যাটেলাইটটি পৃথিবীর প্রতিরক্ষামূলক ওজোন স্তর মূল্যায়ন করতে সক্ষম ছিল। এই স্যাটেলাইট জুটিকে "ইউরোপে পৃথিবী পর্যবেক্ষণের দাদা" হিসাবে বর্ণনা করা হয়। স্যাটেলাইটটি তৈরি করেছিল জার্মানির ডোরনিয়ার কোম্পানি যারা এখন এয়ারবাস নামে পরিচিত।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.