আপনি পড়ছেন

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ জানিয়েছেন, চলতি বছর থেকে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তের কথা তিনি বৃহস্পতিবার (২১ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অবহিত করেন।

school of bangladeshছবি - সংগৃহীত

সচিব জানান, শিক্ষার্থীদের ক্লাসের কার্যক্রম নিয়মিতভাবে অ্যাপের মাধ্যমে মূল্যায়ন করা হবে। একটি অ্যাপ ইতোমধ্যেই তৈরি করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষার্থীদের ওপর থেকে অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে তাদের সার্বিক বিদ্যালয় কার্যক্রমের উপর ভিত্তি করেও মূল্যায়ন করা হবে বলে সচিব জানান।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরেই নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছে। এই নতুন পদ্ধতিটি ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে বাস্তবায়িত হবে।