বিশ্বব্যাপী ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাইয়ে ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সংস্থাটির মালিক বিশ্বের অন্যতম বিলিয়নেয়ার ইলন মাস্ক, যিনি রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস-এক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিকও।

elon musk and teslaবিশ্বব্যাপী ১০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করবে ইলন মাস্কের টেসলা

বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম অটো-নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গত বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী টেসলার অধীনে ১ লাখ ৪০ হাজার ৪৭৩ জন কর্মী রয়েছে।

টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের খবর প্রথম প্রকাশ করেছে অটোমোবাইল বিষয়ক নিউজ ওয়েবসাইট ইলেক্ট্রেক। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, মালিক ইলন মাস্ক এরইমধ্যে কিছু কর্মীকে ই-মেইল দিয়ে ছাঁটাইয়ের কথা জানিয়ে দিয়েছেন।

ছাঁটাইয়ের কথা নিশ্চিত করে মাস্ক বলেছেন, ‘আমি ছাঁটাইয়ের চেয়ে বেশি ঘৃণা করি, এমন কিছুই নেই। তবে এটি অবশ্যই করা উচিত।’

ইলেক্ট্রেককে এক ই-মেইলে মাস্ক বলেন, আমরা সংস্থাটির বর্তমান পরিস্থিতির আগাগোড়া পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে দেখেছি এবং তারপরই বিশ্বব্যাপী আমাদের ১০ শতাংশের বেশি মাথা হ্রাস করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

ইলন মাস্ক বলেন, ছাঁটাইয়ের এ সিদ্ধান্ত আমাদের মেদহীন, আরও বেশি উদ্ভাবনী এবং পরবর্তী ধাপের অগ্রগতির ক্ষেত্রে আরও বেশি আগ্রাসী করে তুলবে।

টেসলার এই ছাঁটাই বা চাকরিচ্যুতির দলে কেবল সাধারণ কর্মীই নন, উচ্চপর্যায়ের নির্বাহীও রয়েছেন অনেকে।

টেসলার এক্সিকিউটিভ দলের একজন, অ্যান্ড্রু ড্রু ব্যাগলিনো। সোমবার এক এক্স (টুইটার) পোস্টে জানিয়েছেন, দীর্ঘ ১৮ বছর পর ফার্মটি ছেড়ে যাওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টেসলার ওয়েবসাইট অনুসারে ব্যাগলিনো ২০১৯ সাল থেকে টেসলার পাওয়ার ট্রেন এবং এনার্জি ইঞ্জিনিয়ারিং দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে অন্যান্য পদেও ছিলেন তিনি।

এছাড়াও টেসলার পাবলিক পলিসি ও ব্যবসায়িক উন্নয়নের নেতৃত্বে থাকা আরেক নির্বাহী, রোহান প্যাটেলও চলে যাচ্ছেন। বিদায়ের আগে তিনি ব্যক্তিগতভাবে মাস্ককে ধন্যবাদ জানিয়েছেন, টেসলায় তাকে সুযোগ এবং ফার্মটির বড় উদ্যোগে নেতৃত্বদানের মাধ্যমে ক্ষমতায়নের জন্য।

এদিকে টেসলায় এই ছাঁটাইয়ের খবরকে ভালোভাবে নিচ্ছেন না ব্যবসায় বিশ্লেষকরা। রানিং পয়েন্ট ক্যাপিটাল অ্যাডভাইজারস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল অ্যাশলে শুলম্যান বলেন, ছাঁটাই ঘোষণা আজকের বড় নেতিবাচক সংকেত বলে মনে হচ্ছে। কেননা, সম্প্রতি টেসলার গাড়ি বিক্রি বেশ কমে গেছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.