আপনি পড়ছেন

দেশব্যাপী চলমান তীব্র গরমের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী ৭ দিন বন্ধ থাকবে। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

heatwave 1ছবি - সংগৃহীত

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মন্ত্রণালয় চলমান গরমের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিগত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

গত শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, অন্যদিকে চুয়াডাঙ্গায় মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

এর আগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার হতে ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা (হিট এলার্ট) জারি করেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ‘আর্দ্রতার প্রভাবে অস্বস্তি আরও বাড়তে পারে।’