আপনি পড়ছেন

দেশব্যাপী অস্বাভাবিক গরমের তীব্রতা বৃদ্ধির কারণে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত সরকারি সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

logo the ministry of primary and mass educationপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের লোগো

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র গরমের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রমজান, ঈদ ও অন্যান্য ছুটির পর সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২১ এপ্রিল পুনরায় চালু হওয়ার কথা থাকলেও গরমের তীব্রতায় প্রথমে ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ বাড়ানো হয়।

তবে মাত্র একদিন ক্লাশ নেওয়ার পর ঢাকাসহ পাঁচ জেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার নির্দেশ ছিল।