আপনি পড়ছেন

দেশে শুক্রবার নয়, আগামী শনিবার থেকে মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার (২ মে) এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় । এদিকে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়েও পাঠদান চলবে আগামী রবিবার থেকে।

education ministry newশুক্রবার নয়, শনিবার থেকে মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান চালু

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, শনিবার থেকেই যথারীতি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত পাঠদান চলবে। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানায়, শিক্ষার্থীদের শিখনঘাটতি কাটাতে অস্থায়ীভাবে শনিবার বিদ্যালয়পর্যায়ে পাঠদান অব্যাহত রয়েছে। তাই শুক্রবার   শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পবিত্র রমজান, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটির কারণে টানা বন্ধ ছিল। দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজগুলো গত ২১ এপ্রিল খোলার কথা থাকলেও দেশজুড়ে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।

তীব্র তাপপ্রবাহের মধ্যেই গত রবিবার শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও বিভিন্ন স্থানে গরমে শিক্ষক-শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর আসে। এমনকি প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শিক্ষকসহ হিটস্ট্রোকে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসে হাইকোর্টের। এ নিয়ে গত সোমবার শুনানি নিয়ে বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারি করেন।

হাইকোর্টের আদেশে তাপপ্রবাহের কারণে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ২ মে (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আদালতের আদেশের পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।