বিতর্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী সিদ্ধান্তের কারণে ইরানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ। ফলে অস্কারেও এক রকম নিষিদ্ধই ইরান। এই নিষিদ্ধ ইরানের ছবিই বিদেশি ছবি ক্যাটাগরিতে জিতেছে অস্কার।

scene from the salesmanবিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জেতা ইরানের 'দ্য সেলসম্যানের' একটি দৃশ্য।

আসগর ফারহাদির ‘দ্য সেলসম্যান’ এবারের অস্কারের বিদেশি ভাষার সেরা ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে। কিন্তু ছবিটির পরিচালক বা ক্রু; কেউই সেখানে পুরস্কার নিতে উপস্থিত হতে পারেননি।

জানা গেছে, ধর্ম ও জাতীয়তার কারণে আসগর ফারহাদিকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া হয়েছে। কিন্তু তার কীর্তির প্রাপ্য স্বীকৃতি আটকাতে পারেনি ট্রাম্প প্রশাসন।

এবারের অস্কারে সেরা ছবির পুরস্কার পেয়েছে— মুনলাইট। যদিও আয়োজনের সঞ্চালক ভুল করে ডেকে ফেলেছিলেন লা লা ল্যান্ডের নাম। মোট ২৪টি ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে এবারের অস্কারের পদক।