মেসি-এমবাপ্পের দুই রকম রাত, জয়ে ফিরল পিএসজি
Feb 02, 2023
বলিউডের প্রয়াত অভিনেতা ওমপুরিকে স্মরণ করেছে অস্কার। চলচ্চিত্রের সবচেয়ে বড় এই আয়োজনের ‘ইন মেমোরিয়াম’ অংশে ওমপুরিকে স্মরণ করা হয়।
ওমপুরি বেশ কয়েকটি হলিউড ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে আছে ‘সিটি অব জয়’ ও ‘ওল্ফ’। ওমপুরি কয়েকটি ব্রিটিশ ছবিতেও অভিনয় করেছিলেন।
অস্কারে গত এক বছরে প্রয়াত হওয়া হলিউডের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে স্মরণ করা হয়। তাদের মধ্যেই ছিলেন ওমপুরি। তিনি ছাড়া আরো স্মরণ করা হয় আব্বাস কিয়ারোস্তামি, প্রিন্স ও আন্তন ইয়েলচিন প্রমুখকে।
এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়— মুনলাইট। এ ছাড়া বেশ কয়েকটি বিভাগে বাজিমাত করে— লা লা ল্যান্ড।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর