ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দটি এড়িয়ে চলার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
789101213শেখ মো. সাজ্জাত আলী
রবিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, “ধর্ষণ মানেই ধর্ষণ, তা ৮ বছরের শিশু হোক বা ৮০ বছরের বৃদ্ধা। এমন জঘন্য অপরাধকে তার প্রকৃত নামেই ডাকতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।”
এই বিবৃতিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সংবাদকর্মীদের সংবাদ প্রতিবেদনে ‘ধর্ষণ’ শব্দটির পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দটি ব্যবহার করার আহ্বান জানিয়েছিলেন।