সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে আগামী ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
789101213ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক গেজেট বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, `সামুদ্রিক মৎস্য আইন ২০২৩ অনুসারে, বাংলাদেশের সমুদ্রসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সংরক্ষণ এবং টেকসই আহরণ নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সকল ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।'
এই সময়ের মধ্যে সকল ধরনের জলযান দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।