বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু ডিরেক্টরি
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

ইয়াহুর ভিত্তি গড়ে দেয়া সেবা ইয়াহু ডিরেক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি জানিয়েছে এ বছরের ডিসেম্বরের পর থেকে আর ডিরেক্টরি সেবা পাওয়া যাবে না।
গত দুই বছরে ৬০টিরও বেশি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ইয়াহু। এরই ধারাবাহিকতায় এক সময়ের জনপ্রিয় সেবা ডিরেক্টরিও বন্ধ করলো তারা।
ডিরেক্টরি সেবাটি মূলত বিষয়ভিত্তিক ওয়েব সাইট খোঁজ করার জন্যপ্রিয় হয়েছিলো। গুগল সার্চ যেভাবে কি-ওয়ার্ড দিয়ে সার্চ করলে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের খোঁজ দেয়, ইয়াহু ডিরেক্টরি সেভাবে কাজ করে না।
এটি মূলত বিষয়ভিত্তিক ওয়েবসাইটগুলোকে আলাদা আলাদা ভাবে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে।
ইয়াহু ডিরেক্টরি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই বছরের ডিসেম্বরের পর থেকে। তবে এখন থেকেই বেশ কিছু অঞ্চলে ইয়াহু ডিরেক্টরি কাজ করছে না। অর্থাৎ ক্রমান্বয়ে সারা বিশ্বেই বন্ধ হয়ে যাবে এটি।
ইয়াহু বর্তমানে মোবাইলভিত্তিক সেবাগুলোর উন্নয়নে কাজ করছে। ফলে পুরোনো এবং তুলনামূলক কম জনপ্রিয় সেবাগুলো বন্ধ করে দিচ্ছে তারা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর