অ্যাপলের চেয়ে বেশি নিরাপদ গুগল
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

দিন কয়েক আগে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছিলেন, তাদের নিরাপত্তা পদ্ধতিই পৃথিবীর সবচেয়ে নিরাপদ পদ্ধতি। তারকাদের ব্যক্তিগত ছবি হ্যাকের পর ওই মন্তব্য করেছিলেন তিনি। নিজের মন্তব্যে গুগলকে কটাক্ষ করেছিলেন টিম কুক। এবার গুগলের চেয়ারম্যান এরিক স্মিথ বলছেন, অ্যাপল নয়, সেরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে গুগল।
স্মিথ বলেন, ডাটা এনক্রিপশন পদ্ধতির নেতৃত্ব গুগলের হাতে। অ্যাপল বা অন্য প্রতিষ্ঠানের চেয়ে গুগলের এই পদ্ধতি বেশি কার্যকর। তবে অন্যেরা যে গুগলের পর্যায়ে আসার চেষ্টা করছে, এটি একটি ভালো বিষয়।
অ্যাপল প্রধান নির্বাহী টিম কুককে খোঁচা দিয়ে এরিক স্মিথ বলেন, গুগলের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাকে মনে হয় কেউ জানায়নি। এটা আসলে তার দুর্ভাগ্য।
এদিকে জানা গেছে, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের ডাটা এনক্রিপটের বিষয়টি ডিফল্ট থাকবে। এতে করে ব্যবহারকারীকে নিজ থেকে এটি চালু করার প্রয়োজন পড়বে না। ফলে গ্রাহকের ফোনে রাখা তথ্য আগের তুলনায় অনেক বেশি নিরাপদ থাকবে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর