ফেসবুক এবার ইচ্ছে মতো নামে
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

এতোদিন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যকবার ফেসবুকে নিজের বদলানো যেতো। আসল নাম ব্যবহারের বাধ্যবাধকতাও ছিলো। তবে এবার এই নিয়ম শিথিল করেছে ফেসবুক। এখন আপনি নিজের নাম ইচ্ছে মতো নিজেই বদলাতে পারবেন। মূল নাম ব্যবহারের পাশাপাশি আপনি ব্যবহার করতে পারবেন ছদ্মনামও।
কিছু দিন আগে বাস্তব জীবনের নাম ব্যবহার করে ফেসবুকে নিবন্ধনের আহ্বান জানায় ফেসবুক। একই সাথে এই নিয়মের বাধ্যবাধকতা ঘোষণা করে নতুন বিধিও প্রণয়ন করে তারা। কিন্তু আপত্তি ‘ড্রাগ কুইন’ নামের একটি সম্প্রদায়। ফেসবুকে ছদ্মনাম ব্যবহারের অনুমতি চায় তারা। এমনকি এই মতের পক্ষে জনমতও সংগ্রহ করতে নেমে যায় সম্প্রদায়টি।
পরের তাদের সাথে অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীও একাত্মতা পোষণ করে। এক পর্যায়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে ফেসবুক কর্তৃপক্ষ এবং ছদ্মনাম বৈধ করার ঘোষণা দেয় তারা।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর