এতোদিন বাংলাদেশে ভারতের চলচ্চিত্র রিমেক করার চল ছিলো। কিন্তু এবার ভারতেই রিমেক হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র। জানা গেছে, বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ভারতে রিমেক করার ঘোষণা দিয়েছে সে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স।

aynabaji will be remade in india

আয়নাবাজির চিত্রনাট্যকার ও প্রযোজক গাউসুল আলম শাওন সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে তাদের সব ধরনের বিষয় এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে।

জানা গেছে, শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্সের সঙ্গে আয়নাবাজির প্রযোজকের এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে শিগগিরই তা হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি।

আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা জানান, গত নভেম্বরের গোয়া চলচ্চিত্র উৎসবে আয়নাজি প্রদর্শতি হয়েছিলো। সেখান থেকে শ্রী লক্ষ্মী প্রসন্ন পিকচার্স ছবিটি দেখেই এটি রিমেক করার আগ্রহ দেখায়। এরপর তাদের আলোচনা এগোতে থাকে।

উল্লেখ্য, অমিতাভ রেজার এই চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাবিলা। ছবিটি বাংলাদেশে দারুণভাবে প্রশংসিত হয়।