ফেসবুক মন্তব্যে নতুন উষ্ণতা
- Details
- by ২৪ লাইভ নিউজপেপার ডেস্ক

মন খারাপ করে থাকা বন্ধুকে চমকে দেয়ার জন্য এতোদিন দারুণ দারুণ সব ফটো কমেন্টের ব্যবহার করছিলেন ফেসবুক ব্যবহারকারীরা। বাংলাদেশে দারুণ জনপ্রিয় হয়েছে ফেসবুকের নতুন এই সেবা।
জনপ্রিয়তার কথা বিবেচনা করে মন্তব্যের ঘরে আরো নতুনত্ব এনেছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন আপনি চাইলে বড় আকারের ইমোটিকন দিয়েও মন্তব্য করতে পারবেন।
চলতি সপ্তাহেই এই সেবা চালু করেছে ফেসবুক।
বড় আকারে ইমোটিকনকে ফেসবুক বলে স্টিকার। আপনার অনুভূতি প্রকাশের দারুণ মাধ্যম হয়ে উঠতে পারে এটি।
advertisement
এতোদিন পর্যন্ত ফেসবুক মেসেজে এই স্টিকার ব্যবহার করা যেতো। এখন থেকে মন্তব্যের ঘরেও খুলে দেয়া হয়েছে ফেসবুকের ইমোটিকনের দরজা।
advertisement
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
advertisement
Follow/Join with us @
advertisement