আপনি পড়ছেন

রমজান মাসে ইবাদত একটি গুরুত্বপূর্ন বিষয়। এই মাসে সারাদিনই ইবাদতে মশগুল থাকা যায়। তবে দিনের চেয়ে রাতের ইবাদতের অনেক বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা বলেন,

ramadan

‘রহমানের বান্দা তাঁরাই, যাঁরা পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করে এবং তাঁদের সাথে যখন মূর্খরা কথা বলে তখন তাঁরা প্রতিউত্তরে বলে “সালাম”। এবং যাঁরা রাত্রি যাপন করে স্বীয় প্রভুর জন্য সিজদাবনত ও দন্ডায়মান অবস্থায়।’ আল কোরআন, সূরা ফোরক্বান, আয়াত নং ৬৩-৬৪

রমজান মাসে রাতে ইবাদতের ব্যাপারে হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায় রমজানের রাতে নফল নামাজ আদায় করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ বুখারি শরীফ

উপর্যুক্ত হাদীসে রমজানের রাতে নফল নামাজ বলতে তারাবীহকে বুঝানো হয়েছে বলে মত দিয়েছেন সব মুহাদ্দিসগণ।

রমজান মাসে রাতে জামাআতের সাথে তারাবীহের নামাজ আদায় করা হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নত। এবং প্রতিদিন জামাআতের সাথে তারাবীহের নামাজ আদায় করা সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম)-এর সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর