আপনি পড়ছেন

মহান আল্লাহর কাছে রমজানের রোজার আলাদা গুরুত্ব রয়েছে। এই মাসে রোজা রাখলে আল্লাহর রহমত ও মাগফেরাত অর্জন করা সহজ হয়। তবে রোজাদারকে অবশ্যই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। রমজানের রোজা রাখার পাশাপাশি মিথ্যা কথা বলা, চুরি করা, গীবত করা ইত্যাদি গোনাহের কাজ থেকে বিরত থাকতে হবে।

ramadan big

হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও এর ওপর আমল করা বর্জন করে না ও মূর্খতা পরিহার করে না, তার পানাহার হতে বিরত থেকে উপবাস করা আল্লাহর নিকট প্রয়োজন নেই।’ (বুখারী শরীফ)

রোজা পালনকারী রোজা রাখার পাশাপাশি নামাজ না পড়লে তাঁর রোজা কবুল হয় না। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘সালাত (নামাজ) হচ্ছে ঈমান এবং কুফর এর পার্থক্যকারী।’ (মুসলিম শরীফ)

তবে নামাজ না পড়লে শুধু রোজাই কবুল হয় না তা নয়, বরং নামাজ না পড়লে কোনো ইবাদতই কবুল হয় না।

অন্য এক হাদীসে আছে, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে আছরের নামাজ পড়ে না, তাঁর কৃত ভালো কাজসমূহ বাতিল হয়ে যায়।’ (বুখারী শরীফ)

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর