২০১৭ সাল শেষ হতে আর মাত্র তিনদিন বাকি। চলতি বছরে ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে মোট ১৩১টি। আইসিসির ক্যালেন্ডার বলছে চলতি বছর আর কোন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ নেই। ২০১৭ সালে ক্রিকেট বিশ্বে অনেক ঘটনাই ঘটেছে। সময় এখন বিগত বছরটির দিকে ফিরে দেখার।

top six innings in one day 2017

বছর জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাকিস্তানের বাবর আজম এবং সাউথ আফ্রিকার হাশিম আমলা। কিন্তু বছরের সেরা ছয়টি ইনিংস বাছাই করতে গিয়ে সংক্ষিপ্ত সেই তালিকায় স্থান পাননি বছরের অন্যতম সেরা এই ব্যাটসম্যানরা। চলুন দেখে নেয়া যাক, ২০১৭ সালের সেরা ছয়টি ব্যক্তিগত রানের ইনিংস কাদের দখলে।

ab de villiers 176 vs bangladesh

ভিলিয়ার্সের ১৭৬: ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে এবিবি ভিলিয়ার্স ১০৪ বলে ১৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। এবিডির এই ইনিংসে ছক্কা ছিল ৭টি আর চার ছিল মোট ১৫টি। সেই ম্যাচে ১০৪ রানের বড় ব্যবধানে জয় পায় সাউথ আফ্রিকা। এটি ৬ নম্বর বিধ্বংসী ইনিংস।

evin lewis 176

এভিন লুইসের ১৭৬: স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে ১৭৬ রানের দানবীয় ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান এভিন লুইস। এই ইনিংসটি খেলতে লুইস চার মেরেছিলেন ১৭টি আর ছক্কা মেরেছিলেন ৭টি। তবে ডাকওয়ার্থ-লুইস নিয়মে শেষ পর্যন্ত হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এটি ৫ নম্বর বিধ্বংসী ইনিংস।

warner 179 vs pakistan

ওয়ার্নারের ১৭৯: পাকিস্তানের বিরুদ্ধে ওয়ার্নারের ১২৮ বলে ১৭৯ রানের ইনিংসটি সেরার তালিকায় অবশ্যই থাকবে। ওয়ার্নারের শতকে ৫৭ রানের জয় পায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেটের সেই ম্যাচে ওয়ার্নার ১৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান। ওয়ার্নারের এই ইনিংসটিকে রাখা হয়েছে ৪ নম্বরে।

martin guptill 180

মার্টিন গাপ্টিলের ১৮০: সাউথ আফ্রিকার বিরুদ্ধে ১ মার্চ হ্যামিল্টনে অপরাজিত ১৮০ রানের একটি মহাকাব্যিক ইনিংস খেলেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল। ১৩৮ বলের সেই ইনিংসটিতে ১৫ চার ও ১১ ছক্কা মারেন এই মারকুটে ব্যাটসম্যান। ম্যাচটি নিউজিল্যান্ড জিতে সাত উইকেটে তাও আবার ৫ ওভার বাকি থাকতেই। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেই দানবীয় এই ইনিংসটিকে রাখা হয়েছে ৩ নম্বরে।

faf du plessis 185

ফাফ ডুপ্লেসি ১৮৫: গত ৭ ফেব্রুয়ারি কেপ টাউনে শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে ওঠে ডুপ্লেসিসের ব্যাট। সেদিন রীতিমতো ঝড় তুলে শ্রীলঙ্কার বোলারদের তুলাধুনা করে ১৪১ বলে ১৮৫ রানের ইনিংস খেলেন ফ্যাফ। সেই ম্যাচে ৪০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। গুরুত্বপূর্ণ ম্যাটে অসাধারণ ব্যাটিংয়ের জন্য ডুপ্লেসির ইনিংসটিকে রাখা হয়েছে দুই নম্বরে।

rohit sharma 208 mohali

রোহিত শর্মা: বছরের ওয়ানডে ম্যাচগুলোর মধ্যে একমাত্র দ্বিশতরানটি এসেছে ভারতের রোহিত শর্মার ব্যাট থেকে। এটি ওয়ানডেতে তার তৃতীয় দ্বিশতক। ডিসেম্বরের ১৩ তারিখ মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৩ বলে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলেন ভারতীয় এই উদ্বোধনী ব্যাটসম্যান। সেদিন রোহিতের ব্যাট থেকে এসেছিল ১৩টি চার ও ১২টি ছক্কা। আর ভারত ম্যাচটি জিতে ১৪১ রানে। অবশ্যই এটি বছরের সেরা ইনিংস।

Stay on top of the latest sports news, including cricket and football, from around the world. Get comprehensive coverage of matches, tournaments, and leagues— along with expert analysis and commentary from our team of sports journalists. Whether you're a die-hard fan or a casual observer, you'll find everything you need to know about your favorite sports here.

Sports, cricket, and football are popular topics in the world of sports. Cricket is a bat-and-ball game played between two teams of eleven players and is particularly popular in South Asian countries. Football, also known as soccer, is a team sport played with a spherical ball between two teams of eleven players and is widely popular worldwide. Sports enthusiasts follow the latest news, matches, tournaments, and leagues in these sports and analyze and comment on the performances of players and teams.