ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল আমিরাত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের বিদ্রোহী হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ইরান সমরাস্ত্র দিচ্ছে বলে অভিযোগ তুলেছে সৌদি জোটের শরিক সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার দেশটি আবু ধাবিতে কিছু সমরাস্ত্র প্রদর্শন করে দাবি করে, হুথিদের কাছে এ সব অস্ত্রসস্ত্র পৌঁছে দিয়েছে ইরান।
গত সপ্তাহে ইয়েমেনের হুদায়দা বন্দর হুথিদের কাছ থেকে দখলে নিতে সর্বাত্বক অভিযানে নামে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এর মধ্যেই হুথিদের সমর্থন দেয়া ইরানের বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ তুললো জোটের গুরুত্বপূর্ণ শরিক আমিরাত।
অবশ্য এর আগে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখিয়ে একই ধরনের দাবি করেছিল সৌদি আরব। তখন রিয়াদ জানিয়েছিল, ওই ক্ষেপণাস্ত্রের গায়ে ইরানের ‘স্ট্যান্ডার্ড’ সিল রয়েছে।
তবে সৌদি আরব ও তার মিত্রদের এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে ইরান। দেশটি বলছে, হুথিদের সমর্থন দিলেও কোনো ধরনের অস্ত্র দিচ্ছে না তেহরান।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর