সবচেয়ে কম সময়ে দ্রুত গতিতে মেসেজ লিখে বিশ্ব রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান এক কিশোর। মারসেল ফারনান্দেজ নামের এই কিশোর মাত্র ১৭ সেকেন্ডে একটি মেসেজ লেখেন। এর আগে দ্রুত গতিতে মেসেজ লেখার গিনেজ রেকর্ডও ফারনান্দেজের দখলে ছিলো।

৭ নভেম্বর গিনেজ কর্তৃপক্ষের দেয়া একটি মেসেজ লিখতে বসেন ফারনান্দেজ। পুরো ঘটনাটি নজরদারি করার জন্য সেখানে গিনেজ কর্তৃপক্ষের লোকজনও উপস্থিত ছিলেন।

আইফোন সিক্স ব্যবহার করে ফারনান্দেজ লিখেন, “The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human.”

মেসেজটি লিখতে ফারনান্দেজ সিনটেলিয়া ফ্লেসকি কী-বোর্ড নামের একটি এপ্লিকেশন ব্যবহার করেন।

তার গড়া আগের রেকর্ডটি ছিলো এক মিনিট উনিশ সেকেন্ড ব্যাপী। সে সময় ফারনান্দেজ একটি গ্যালাক্সি এস ফোর ব্যবহার করেন।

ভিডিওটি:

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.