ইরানের ইসলামী বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকায় পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীতে বিনা টিকেটে দেখা যাবে চলচ্চিত্র।

irani cinema

ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে ওই প্রদর্শনী।

ইরানি গণমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় আরো উপস্থিত থাকবেন ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার ও বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হবে। আর তবে ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি মহান নেতা ইমাম খোমেনীর নেতৃত্বে ইসলামি বিপ্লব চূড়ান্তভাবে সফলতা লাভ করে এবং রেজা শাহের পতন হয়। বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে দেশ-বিদেশে নানা কর্মসূচি পালন করছে তেহরান।