বইমেলায় ছদর উদ্দিনের ‘দ্রোহের মশাল’
- Details
- by শিল্প-সাহিত্য
এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে সময়ের আলোচিত তরুণ কবি ও লেখক মোহাম্মদ ছদর উদ্দিনের নতুন উপন্যাস ‘দ্রোহের মশাল’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
লেখক মোহাম্মদ ছদর উদ্দিন
বইটি সম্পর্কে মোহাম্মদ ছদর উদ্দিন বলেন, ‘বইটি পাঠকের ভাল লাগবে এটা আমার বিশ্বাস। আমার গল্প বলতে ভালো লাগে। বাস্তবতার নিরীখে কল্পলোকের গল্পের মিশ্রণই তার উপন্যাসের মূল উপজীব্য বা বিষয় বস্তু।
বইটির গায়ের মূল্য ২০০ টাকা থাকলেও মেলায় ২৫% ছাড়ে ১৫০ টাকায় বইটি কেনা যাচ্ছে। বইটি পাওয়া যাবে অনিন্দ্য প্রকাশনীর ০৩ নং প্যাভিলিয়নে। এছাড়া ২৫% ছাড়ে রকমারিতে অর্ডার করেও বইটি কিনতে পাওয়া যাবে।
মোহাম্মদ ছদর উদ্দিনের উপন্যাস ‘দ্রোহের মশাল’
মোহাম্মদ ছদর উদ্দিনের প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে- “অশ্রু নহরে জল” (কাব্য) , “স্বপ্ন সহচরী” (কাব্য ) , “ইচ্ছের হিমালয়” (উপন্যাস )।
লেখক পরিচিতিঃ এই সময়ের নবীন লেখকদের একজন মোহাম্মদ ছদর উদ্দিন। বিগত দশ বছর ধরেই প্রবাসে আছেন তিনি। তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। সেই ধারাবাহিকতায় লেখা লেখি চলে অবিরাম। স্বপ্ন দেখেন নিজের লেখা বইয়ের সংখ্যায় যেন একটা গ্রন্থাগার হয়ে যায়।
মোহাম্মদ ছদর উদ্দিন - কবিতা , জীবন দর্শন ও প্রেমের পূজারী। বোধের গভীরে ধারন করেন দেশমাতৃকার মর্মগাঁথা, প্রেম, বিরহ , জীবনের মর্মকথা আর কবিতা নিয়ে নিত্য কারবার।
কবিতার প্রতিপাদ্যে ভালোবাসা অগাধ। জীবনের প্রতিটি অধ্যায়কে কবিতা ও ছোট গল্পের শব্দ চয়নে বাঁধার চেষ্টা করেন। অবসর আর মন খারাপ হলেই কবিতা পড়া কিংবা লেখাই মূখ্য হয়ে উঠে তার।
বই পড়াই এখন নেশা তাঁর। জীবনের জন্য লিখেন। জীবনের গল্পগুলোকে সাহিত্যর রস দিয়ে লিখতে ভালোবাসেন।
অধ্যয়ন করেছেন - হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়, জি. এম. হাট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর