ঘটনা ইরানের। সেখানেও বাংলাদেশের মতো জেঁকে বসেছে শীত। শীতের দাপটে দরিদ্র নগরবাসীর জীবনে নেমে এসেছে অসহ্য শীতার্ত মুহূর্ত। সেই সব মুহূর্তকে উষ্ণতায় বদলে দিতে নেয়া হয়েছে নজিরবিহীন এক পদক্ষেপ।

helping poor people by giving warm cloth at a wall in iran

শহরের দেয়ালে দেয়ালে সেঁটে দেয়া হয়েছে হ্যাঙ্গার। তাতে পুরোনো জ্যাকেট, জাম্পার-কম্বল রেখে যাচ্ছেন বিত্তশীলরা। দরিদ্ররা প্রয়োজনমতো সেখান থেকে নিয়ে যাচ্ছেন তা।

এভাবেই কিছু দেয়াল দাঁড়িয়ে গেছে মহানুভবতা নিয়ে। দেয়ালের মহানুভবতার আড়ালে দরিদ্রদের সাহায্য করার সুযোগ পাচ্ছেন অনেকেই। এভাবেই ইরানের বহু অঞ্চলের মানুষ একই রকম উদ্যোগ নিয়েছে।

যার ফলে শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার পথ গেছে দরিদ্ররা। ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদের প্রথমবার শুরু হয় এই কার্যক্রম। পরে তা ছড়িয়ে পড়ে দেশজুড়ে।

প্রথমে এক আগন্তুক এক রাস্তার পাশের দেয়ালে কিছু হ্যাঙ্গার ও হুক ঝুলিয়ে তাতে লেখে দেন, ‘আপনার যদি অব্যবহৃত শীত-পোশাক থাকে, তবে এখানে রেখে যান। অথবা আপনার যদি শীত-পোশাক প্রয়োজন পড়ে, এখান থেকে নিয়ে যান।’

অল্প সময় পড়েই অনেকে সেখানে জ্যাকেট-কম্বল ইত্যাদি শীত যাপনের পোশাকাদি রেখে যান। অনেকে সেখান থেকে এগুলো নেয়া শুরু করেন। এভাবেই দারুণ একটি উদ্যোগ জনপ্রিয় হয়ে উঠে। ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে বিশ্বময়।

 

আপনি আরো পড়তে পারেন

গির্জা পরিদর্শনে গেলেন প্রেসিডেন্ট আসাদ

৩২০ গুপ্তচরকে শনাক্ত করেছে রাশিয়া

Discover extraordinary stories from around the world with our exceptional news coverage. From uplifting human interest stories to groundbreaking scientific discoveries, we bring you the best of the best. Stay informed about the latest breakthroughs in technology, medicine, and beyond, and explore the world's most fascinating cultures and communities. Get inspired and informed with our exceptional news coverage.