চলতি বছর থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরে অপেক্ষার অবসান হওয়ার আভাস দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদের কথা জানান।
789101213ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশের হজযাত্রীদের ঢাকায় প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে। আশা করি, চলতি বছর থেকেই এটি কার্যকর করতে পারব।’
এটি কার্যকর হলে সৌদি বিমানবন্দরে হজযাত্রীদের সময় ও শ্রম কমে আসবে জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান সরকার হাজীদের সেবার মান আরো বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই এই সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ।
সৌদি সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যাওয়ার কথা উল্লেখ করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘এ সফরে হজযাত্রীদের সুবিধার জন্য সৌদি মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। এরপর দেশটির একটি কারিগরি দল গত ২১ মার্চ বাংলাদেশে এসেছে।’
সৌদি কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়টি তুলে ধরে তিনি আরো বলেন, ‘সৌদি প্রতিনিধি দলের সদস্যদের আমরা আমাদের আগ্রেহের কথা জানিয়েছি। তারা দেশে ফিরে গেছেন। আগামী ৬ এপ্রিল আরো একটি সৌদি প্রতিনিধি দল ঢাকায় আসবে।’