সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় দেড় শ কিলোমিটার দূরের সাগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাগরা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিয়াদে নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি মিনিবাসের আরোহী ১৭ বাংলাদেশি সড়ক দুর্ঘটনার শিকার হন। এদের মধ্যে ১০ জন ঘটনাস্থলে মারা যান। আহত সাতজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
অন্যদিকে, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, গাড়িতে করে দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরায় যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। সাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়।
তিনি জানান, গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর