ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির জয়লাভের পর শুভেচ্ছাবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অন্যদের তুলনায় একটু দেরিতেই টুইট করেন তিনি।
789101213শুভেচ্ছাবার্তায় ট্রাম্প জানান, জাতীয় নির্বাচনে এটা বিজেপির বড় জয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও ভারতের একসঙ্গে এখনো অনেক কিছু করার বাকি আছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হওয়ার জন্য নরেন্দ্র মোদি ও তার দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) শুভেচ্ছা এবং নরেন্দ্র মোদি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে তাকেও অভিনন্দন।
তিনি টুইটে আরও বলেন, এখনো একসঙ্গে অনেক কিছু করার বাকি আছে ভারত ও যুক্তরাষ্ট্রের। দুই দেশের মধ্যে ভালো ও গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য উৎসুক হয়ে আছেন বলে জানান ট্রাম্প।