আপনি পড়ছেন

রোজা ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম। প্রতিটি মুসলমানের জন্য রোজা ফরজ করেছেন আল্লাহ তায়ালা। তবে অসুস্থ ব্যক্তির রোজার ব্যাপারে কিছুটা শিথিলতা আছে। হাঁপানি বা অ্যাজমা রোগে আক্রান্ত রোগীর রোজা রাখা অনেকটাই কঠিন হয়ে পড়ে। কারণ, হাঁপানি রোগীর ব্যবহার করতে হয় ইনহেলার। আসুন জেনে নিই, রোজা রেখেও কীভাবে ইনহেলার ব্যবহার করা যায়।

inhaler

শ্বাসকষ্ট দূর করার জন্য মুখের ভেতরে ইনহেলার স্প্রে করা হয়। এতে যে জায়গায় শ্বাসরুদ্ধ হয় জায়গাটি প্রশস্ত হয়ে যায়। ফলে শ্বাস চলাচলে আর কষ্ট থাকে না।

ওষুধটি যদিও স্প্রে করার সময় গ্যাসের মতো দেখা যায়। কিন্তু বাস্তবিক পক্ষে তা তরল ওষুধ। অতএব মুখের ভেতরে ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে বলে বিশষজ্ঞরা মত দিয়েছেন।

তবে মুখে স্প্রে করার পর না গিলে যদি থুতুর সঙ্গে ফেলে দেয়া হয়, তা হলে রোজা নষ্ট হবে না।

এবিষয়ে চিকিৎসকরা বলেন, সেহরিতে এক ডোজ ইনহেলার নেয়ার পর সাধারণত ইফতার পর্যন্ত আর ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ে না। তাই এভাবে ইনহেলার ব্যবহার করেও রোজা রাখা যায়। ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান, পৃ. ৩২৫।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর