আপনি পড়ছেন

নতুন মানেই আনন্দ। নতুন মানেই উচ্ছ্বাস। তাই নতুনকে বরণ করে নিতে হয় আনন্দের সঙ্গে। নতুন প্রেরণা বুকে নিয়ে হাসি মুখে নতুনকে বরণ করে নেয়ার এ সুন্নাত আমরা শিখেছি নবীজি (সা.) থেকে।

month of jill hajj

প্রতিটি নতুনকেই নবীজি বরণ করেছেন খুশি মনে। বাদ যায়নি নতুন চাঁদও। নতুন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে হাসি ফুটে ওঠতো নূর-নবীর নূরানী চেহারায়। ঠোঁট নড়ত এই দোয়ায়-

‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ইমানি, ওয়াসালামাতি ওয়াল ইসলামি; রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের জন্য বিশ্বাস-প্রশান্তি ও নিরাপত্তার প্রতীক বানিয়ে দিন। হে চাঁদ! জেনে রাখো! আমার এবং তোমার প্রভু কিন্তু একজনই- তিনি হলেন আল্লাহতায়ালা।

প্রখ্যাত মুহাদ্দিস আবু ঈসা মুহাম্মাদ ইবনে ঈসা আত তিরমিজির বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে তিরমিজি থেকে সংকলিত। হাদিস নম্বর ৩৪৫১। 

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর