আপনি পড়ছেন

এবার দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সুখবর নিয়ে আসছেন সৌদি গবেষক মেশাল আল-হারাসানি। তিনি এমন একটি ডিজিটাল কুরআন নিয়ে কাজ করছেন, যা সম্পন্ন হলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও সহজে মহাগ্রন্থ আল কুরআন পড়তে পারবেন।

mesha al harasani

সৌদি গণমাধ্যম আবর নিউজ বলছে, ৩০ বছর বয়সী এই গবেষক একটি ইলেক্ট্রনিক বোর্ড তৈরি করছেন। এতে ২৮টি ক্যারেক্টার থাকবে। প্রতিটি ক্যারেক্টারে ছয়টি ব্রেইল বর্ণ থাকবে। এ ছাড়া ইলেক্ট্রনিক বোর্ডের পাতায় ২৮টি সারি থাকবে। দৃষ্টিপ্রতিবন্ধীরা খুব সহজেই এক পাতা থেকে অন্য পাতায় যেতে পারবেন।

খবরে বলা হয়েছে, মেশালের বয়স যখন ১৩, তখন থেকেই তিনি বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় উদ্ভাবনে কাজ করছেন। ইতোমধ্যে তিনি ৫০টির বেশি বিষয় উদ্ভাবন করেছেন। তার সর্বশেষ আবিষ্কার হচ্ছে এই ডিজিটাল কুরআন।

তবে ডিজিটাল কুরআনের বোর্ডটি তৈরির কাজ এখনো শেষ হয়নি। চলতি বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারবেন বলে আশা করছেন মেশাল।

খবরে বলা হয়েছে, জেদ্দার কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির উপদেষ্টা আল-হারামানি ২০১৩ হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। এ ছাড়া তিনি দ্য ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে এমবিএ করেন।

এর পর তিনি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দ্য ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রগ্রামে যোগ দেন।

এ ছাড়া লন্ডনে কিংস কলেজ ও ইউনিভার্সিটি অব মিডেলসেক্সেও পড়াশুন করেন এই তরুণ মুসলিম গবেষক।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর