গুগলে তথ্য খুঁজতে গিয়ে ঝামেলায় পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। প্রায় সময়ই দেখা যায়, আমাদের অজ্ঞতার কারণে আমরা সঠিক তথ্যটি খুঁজে পাই না। অথচ গুগল করে কোনো রকম তথ্য না পাওয়া যাওয়া একটা বিরল ঘটনা।

গুগল করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়ার একমাত্র কারণ হলো আপনি সঠিক কী-ওয়ার্ড দিয়ে সার্চ করছেন না। ফলে গুগলও আপনাকে আপনার চাহিদামতো তথ্যটি দিতে পারছে না। জেনে নিন গুগলে সার্চ দেয়ার কিছু কার্যকরী পদ্ধতি।

মাঝে মাঝে কোনো একটি নির্দিষ্ট সাইট থেকে নির্দিষ্ট একটি তথ্য খোজার দরকার পড়ে। কিন্তু তখন শত খুঁজেও আর সেটি পাওয়া যায় না। গুগলে সার্চ দিলে গুগল হাজারও ওয়েবসাইটের রেজাল্ট নিয়ে আসে আপনার সামনে।

তাই নির্দিষ্ট সাইটের তথ্য খুঁজে পেতে সার্চ করুন এভাবেঃ প্রথমে site:লিখে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটটির নাম লিখুন। তারপর স্পেস দিয়ে যে বিষয়ে তথ্য চাচ্ছেন সেটির কী-ওয়ার্ডটি লিখুন। আপনার কাঙ্খিত রেজাল্ট চলে আসবে।

যেমন, site:techtunes.com online earning

কোনো শব্দের অর্থ বা সংজ্ঞা জানতে চাইলে লিখুন Define তারপর একটি স্পেস দিয়ে আপনার শব্দটি লিখুন। চলে আসবে শব্দটির অর্থ।

যেমনঃ Define market

কোনো কিছু কিনতে চাচ্ছেন। কিন্তু আপনার বাজেট সীমিত। তাই শুধুমাত্র নির্দিষ্ট বাজেটের মধ্যে আপনার পণ্যটি পেতে টাইপ করুনঃ পণ্যের নাম, স্পেস দিয়ে কারেন্সি চিহ্ন, এরপর আপনার বাজেটের শুরু এবং শেষ। বাজেটের শুরু এবং শেষের দুইটি সংখ্যার মাঝে টাইপ করুন দুইটি ডট।

যেমন, laptop $700..$800, dslr $200..$300

কোনো অঞ্চলের বর্তমান আবহাওয়া জানতে weather লিখে স্পেস দিয়ে কাঙ্ক্ষিত শহর বা অঞ্চলের নাম লিখুন। জানতে পারবেন আবহাওয়ার তথ্য।

যেমনঃ weather Dhaka, weather Bangladesh

কোনো Phrase কিংবা Proverb এর পুরোটা মনে করতে না পারলে মনে করিয়ে দেয়ার দায়িত্ব গুগলকে দিতে পারেন। সেক্ষেত্রে যতোটুকু মনে আছে, তার দুই পাশে দুটো “ ” দিন।

যেমনঃ "time and tide"

 

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.