আপনি পড়ছেন

হজের অন্যতম আবশ্যকীয় করণীয় হলো ইহরাম পড়া। আরবি ইহরাম শব্দটি বাবে ইফআল থেকে এসেছে। এটি ইসমে মাসদার। অর্থ হারাম হওয়া। ইসলামী শরীয়তের পরিভাষায় যে নির্দিষ্ট পোষাক পড়লে নির্দিষ্ট বৈধ কাজগুলো নির্ধারিত সময়ের জন্য হারাম হয়ে যায়, তাকে ইহরাম বলে। যিনি ইহরাম পড়েন, তাকে মুহরিম বলে। মুহরিম শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহার হয়, যার ওপর নির্ধারিত সময়ের জন্য কিছু নির্দিষ্ট কাজ হারাম করা হয়েছে।

ihram

হজের নিয়ত করার সঙ্গে সঙ্গে ইহরাম পড়তে হয়। ইহরাম পড়ার সঙ্গে সঙ্গে মুহরিমের জন্য ১৩টি কাজ হারাম হয়ে যায়। অন্যথায় জরিমানাস্বরূপ কোরবানি দিয়ে ভুল শোধরে নিতে হয়। আসুন জেনে নিই ইহরাম অবস্থায় ১৩টি কাজ করা নিষিদ্ধ।

১. পুরুষের জন্য সেলাই করা জামা-কাপড় পরা। যেমন পাঞ্জাবী-পায়জামা ইত্যাদি। নারীরা স্বাভাবিক পোষাক পরবে। আব্রু বজায় রেখে চলবে।

২. মাথা ও মুখ ঢাকা। টুপি, ক্যাপ, রুমাল, চাদর দিয়ে মাথা কিংবা মুখ ঢাকা যাবে না। প্রচন্ড রোদের তাপ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করার অনুমতি কোনো কোনো আলেম দিয়েছেন। নারীরা মাথা ঢাকতে পারবে কিন্তু মুখ খোলা রাখতে হবে।

৩. স্থলচর প্রাণী শিকার করা। শিকারে সাহায্য করা, শিকারীকে পথ দেখিয়ে দেয়া, শিকার কোথায় লুকিয়ে আছে বা কোথায় গেলে শিকার পাওয়া যাবে এসব কিছু নিষেধের মধ্যে পড়ে। তবে জলচর প্রাণী শিকারে দোষ নেই।

৪. স্বামী-স্ত্রী মিলন করা বা এ জাতীয় বিষয়ে আলাপ আলোচনা করা সম্পূর্ণরূপে নিষেধ।

৫. বিবাহের প্রস্তাব দেয়া বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া।

৬. পুরুষের জন্য রঙিন পোষাক পরা। মহিলাদের জন্য এটি নিষেধ নয়। তবে পোষাকে সুগন্ধি মাখা যাবে না। 

৭. পবিত্র মক্কা ও মদিনার হারাম সীমানার গাছপালা কাটা, ভাঙ্গা বা উপড়ে তোলা।

৮. পবিত্র মক্কা ও মদিনার হারাম সীমানায় পড়ে থাকা জিনিস তুলে নেয়া। তবে তা মালিককে দেয়ার নিয়তে উঠালে তাতে দোষ হবে না বলে ফকিহরা মন্তব্য করেছেন।

৯. ইচ্ছাকৃত মাথার চুল ও শরীরের পশম কাটা বা উঠানো।

১০. হাত ও পায়ের নখ কাটা কিংবা ধারালো কিছু দিয়ে ঘষা।

১১. আতর বা সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা। তেল ও সাবান ব্যবহারও সুগন্ধির আওতায় পড়ে।

১২. আল্লাহ ও তার রাসুলের (সা.) নাফরমানি হয় এমন কাজ করা।

১৩. কারো সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করা।

মুকাম্মাল মুদাল্লাল হজ ও উমরা, ১২০ পৃষ্ঠা এবং আসান ফেকাহ, ২য় খন্ড ১৬২ এবং ১৬৩ পৃষ্ঠা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর