আপনি পড়ছেন

দোয়া হল আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। তাই তো নবী (সা.) দোয়া করার নিয়ম-কানুন উম্মতকে শিখিয়েছেন। কোরবানির পশু জবাইয়ের সময় যেমন দোয়া পড়তে হয়, তেমনি পশু জবাই শেষেও দোয়া পড়তে হয়। নবী (সা.) এসব দোয়া আমাদের শিখিয়েছেন। আসুন জেনে নিই কোরবানি পশু জবাইয়ের পর কোন দোয়া পড়তে হবে।

1200px 20150728 xl p1000804 leck mich zaertlichkeit der rinder

কোরবানির পশুকে যথাসাধ্য কম কষ্ট দিতে হবে। জবাইয়ের সময় ‘বিসমিল্লাহ আল্লাহু আকবার’ বলে জবাই করতে হবে। জবাই শেষে এ দোয়া পড়া ভালো। দোয়াটি বাংলায়ও পড়া যাবে। এর ভাবার্থ মনে মনে আওড়ালেও হবে।

‘আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্না কামা তাকাব্বালতা মিননা হাবিবিনা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইবরাহিমা আলাইহাস সালাতু ওয়াসসালাম।

অর্থ: হে আল্লাহ! আপনি এ কোরবানিকে আমাদের পক্ষ থেকে কবুল করুন, যেমন আপনার হাবিব মুহাম্মাদ (সা.) এবং আপনার খলিল ইবরাহিম (আ.) এর পক্ষ থেকে কবুল করেছেন।’

এ দোয়াটি পড়া ভালো। না পড়লে গোনাহ হবে কিংবা কোরবানি হবে না এমন কিছু না। বরং এ দোয়া পড়াই লাগবে এমনটি মনে করা ঠিক নয়। 

আল্লাহ তায়ালা আমাদের সবার কোরবানি কবুল করুন। আমিন।

আসান ফেকাহ, দ্বিতীয় খন্ড থেকে নেয়া।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর