মাগুরার শালিখা উপজেলার মশাখালী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের কাছ থেকে টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
789101213শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, নামাজ আদায় শেষে এলাকার কয়েকজন মুরুব্বি মুসল্লিদের কাছ থেকে টাকা আদায় করতে থাকেন।
এ সময় শ্রীফলতলা গ্রামের আব্দুল গনি মোল্লা তাদের হাতে ৫ টাকা তুলে দিলে তারা তাকে বিভিন্ন অপমানসূচক কথা বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। পরে একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে সিংড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউএনবি।