আপনি পড়ছেন

আগামী বছর অর্থাৎ ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। গত বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়।

hsc exem hall

সূচি অনুযায়ী, আগামী বছর উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল এবং শেষ হবে ১৩ মে। এর মধ্যে তত্ত্বীয় পরীক্ষা হবে ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ৫ মে থেকে ১৩ মে পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ওই সূচিতে বলা হয়, বিগত বছরের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে এবং নির্ধারিত আসন গ্রহণ করতে হবে।

তিন ঘণ্টার পরীক্ষার শুরুতে ৩০ মিনিট বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরবর্তী আড়াই ঘণ্টা সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা ৩০ নম্বরের এবং সৃজনশীল পরীক্ষা ৭০ নম্বরের ওপর হবে। এছাড়া যেসব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর জন্যও তিন ঘণ্টার সময় নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য দুই ঘণ্টা ৩৫ মিনিট সময় দেওয়া হবে।