এমপি নূর মোহাম্মদকে সিঙ্গাপুরে সংবর্ধনা
- Details
- by শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদকে সিঙ্গাপুরে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেদেশে তার আগমন উপলক্ষে সিঙ্গাপুরস্থ কিশোরগঞ্জ জেলা প্রবাসী ফোরাম (কটিয়াদী পাকুন্দিয়া) এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
নূর মোহাম্মদকে সংবর্ধনা
এ সময় সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হুসেনসহ প্রবাসী আওয়ামী লীগ নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সব সমস্যা সমাধানের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যা পর্যাক্রমে বাস্তবায়ন হবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি। সেইসঙ্গে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক জিপি তালাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস খান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া এসএম সুজন ও প্রচার সম্পাদক মোবারক হোসেন টিপু প্রমুখ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর