সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে বিডি চ্যামের সভাপতির সাক্ষাৎ
- Details
- by শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে
ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে সেখানকার বিজনেস চেম্বার (বিডি চ্যামের) নবনির্বাচিত সাভাপতি প্রফেসর ড. এম এ রাহীম। এ সময় তিনি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ওবায়দুল কাদেরের সাথে এম এ রাহীমের সাক্ষাৎ
প্রফেসর ড. এম এ রাহীম ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং বিডি চ্যামের আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে সহযোগিতা কামনা করেন। এ সময় বিভিন্ন বিষয়ে নির্দশনা দেন ওবায়দুল কাদের।
তিনি বিডি চ্যামের সভাপতিকে সিঙ্গাপুরে রপ্তানি পাণ্যগুলোর প্রমোট করা এবং সেখানকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করার আহ্বান জানান। জবাবে তারা সব সময় কাজ করছে বলে জানান সিঙ্গাপুর বিজনেস চেম্বার সভাপতি।
সিঙ্গাপুরে একটি বাণিজ্য মেলার আয়োজনে সিঙ্গাপুর বিজনেস চেম্বারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের সাথে আলোচনা করে সহযোগিতার আশ্বাস দেন ওবায়দুল কাদের।
এ সময় অন্যানদের মধ্যে বিডি চ্যামের সদস্য মোস্তাফিজ বিল্লা সিরাজী, সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর