আপনি পড়ছেন

কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়। এক হাজার ৬০ আসনের বিপরীতে ১২ হাজার ১৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

buet exam

পরীক্ষা চলাকালীন সময়ে বুয়েট ক্যাম্পাসে ইউএনবি করেসপন্ডেন্ট দেখেন, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে দেখা যায়। ভর্তি পরীক্ষা কমিটির প্রধান প্রাণ কানাই সাহা বলেন, ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ২৮৮ জন শিক্ষার্থী আবেদন করে।

বুয়েটের ট্রিপল ই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ (২১) খুনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবছর ভর্তি পরীক্ষা নিয়ে শংকা তৈরি হয়। তবে বুয়েট প্রশাসন শিক্ষার্থীদের কিছু দাবি মেনে নিলে এবং ভর্তিচ্ছুদের কথা বিবেচনা করে আন্দোলনকারীরা দুদিন তাদের আন্দোলন শিথিলের ঘোষণা দেয়। ইউএনবি।