আপনি পড়ছেন

বেসরকারি সংস্থা নারী মৈত্রী এবং অ্যাকশন এইডের যৌথ উদ্যেগে রাজধানীর গেন্ডারিয়ার দিনব্যাপী কারিগরি শিক্ষা মেলা-২০১৯ এর আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলায় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল বসানো হয়। এসব স্টলে আগত মানুষকে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা এবং স্বনির্ভর হওয়ার গুরত্ব বোঝানো হয়। 

faire

কারিগরি শিক্ষা মেলা ২০১৯ এর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলেন আক্তর। বিশেষ অতিথি ছিলেন গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আহসান হাবীব (হীরা), নারী মৈত্রীর নির্বাহি পরিচালক শাহীন আক্তার ডলি এবং অ্যাকশন এইড এর কর্মকর্তাবৃন্দ।

নারী মৈত্রীর প্রজেক্ট ম্যানেজার তাসলিমা হুদা বলেন, ‘এবারের মেলার স্লোগান হলো- ‘কারিগরি শিক্ষা সম্পর্কে জানি, দক্ষ জীবন গড়ি।’ মূলত মানুষকে কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতন করতে এবং আত্মপ্রত্যয়ী-স্বনির্ভর করে গড়ে তোলার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই এ ধরনের শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।’

তাসলিমা হুদা আরো বলেন, ‘মেলায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আট শ’ থেকে এক হাজার মানুষের কাছে আমরা কারিগরি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরতে পেরেছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার প্রসারের বিকল্প নেই। সেই কাজেরই অংশ হিসেবে নারী মৈত্রী এবং অ্যাকশন এইডের যৌথ উদ্যেগে এই শিক্ষা মেলার আয়োজন করা হয়েছে।’