আপনি পড়ছেন

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে, চলবে দুপুর ১টা পর্যন্ত। বিশেষ চাহিদার পরীক্ষার্থীরা পাবে অতিরিক্ত আরো ৩০ মিনিট।

primary examপ্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার্থী

সারা দেশে ৭ হাজার ৪৭০ কেন্দ্রে এবং ৮টি দেশে ১২ কেন্দ্রে মোট ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭।

এছাড়া ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

১০০ নম্বর করে ৬টি বিষয়ে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৪ নভেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। এবার দেশের বাহিরে বিভিন্ন দেশে ৬১৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।