আপনি পড়ছেন

সরকার আগামীতে নতুন বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের স্কুলড্রেসও দিবে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। বুধবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে তিনি এ কথা জানান।

new bookপ্রতি বছর বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত থাকে শিক্ষার্থীরা

তিনি বলেন, বাংলাদেশের মতো বিশ্বের অন্য কোন দেশে এত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের নজির নেই। বাংলাদেশ সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়। আগামীতে সরকার নতুন বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের পোশাকের (স্কুলড্রেস) জন্যও অর্থ বরাদ্দ দেবে।

বিশুদ্ধ পানির জন্য ভবিষ্যতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে উল্লেখ করে কমিশনার আরো বলেন, বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ সরকার ইতোমধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার জন্য রূপরেখা তৈরি করে রেখেছে। এরই অংশ হিসেবে নদী খননসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি সরকার শত বছরের একটি ডেল্টা প্ল্যান হাতে নিয়েছে। যা বাস্তবায়ন হলে দেশের চেহারা রাতারাতি পাল্টে যাবে।