আপনি পড়ছেন

জার্মানির মার্টিন লুথার ইউনিভার্সিটিতে ‘ইয়াং পলিমার সাইন্টিস্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। তারা হলেন সারমিন রিতু ও আবির তালুকদার।

bd student germanyবাম থেকে দ্বিতীয় আবির তালুকদার ও মাঝে সারমিন রিতু

বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অধিক মনোযোগী করার জন্য মেধা তালিকার ভিত্তিতে প্রতিবছর তিনজনকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার বিজয়ী তিনজনের মধ্যে দুজনই বাংলাদেশি। আর অন্যজন তিউনিশিয়ার শিক্ষার্থী।

পুরস্কার হিসেবে তাদেরকে সার্টিফিকেট ও এক বছর মাসিক হারে ১৫০ ইউরো সম্মানী প্রদান করা হয়।

জানা যায়, সারমিন রিতু বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মাানির মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে পলিমার ম্যাটেরিয়াল সাইন্সে মাস্টার্স কোর্সে ভর্তি হন।

অন্যদিকে, আবির তালুকদার বাংলাদেশ খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানিতে একই বিশ্ববিদ্যালয়ের একই কোর্সে মাস্টার্সে ভর্তি হন।